দিনাজপুরের নবাগত জেলা ও দায়রা জজ হোসেন শহিদ আহমেদ বলেছেন, আইনজীবীদের সহযোগিতা পেলে বিচার ব্যবস্থায় দিনাজপুরকে একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তোলা হবে। সোমবার সকাল ১১টায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবী সমিতি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি আরও বলেন, রাতারাতি জেলা বারের সব সমস্যার সমাধান সম্ভব নয়। পর্যায়ক্রমে সকল সমস্যর সমাধান করা হবে। মানুষ স্বল্প ও দ্রুততম সময়ের মধ্যে মামলার বিচার চায় উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে দিনাজপুর জজ আদালতে ৪৩ হাজার মামলা রয়েছে। যত দ্রুত সম্ভব এ সব মামলার বিচার কাজ শেষ করা হবে। পুরাতন মামলা নিষ্পত্তি করতে তিনি আইনজীবীদের সহযোগিতা কামনা করেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি মো.আজিজুল ইসলাম জুগলু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. একরামুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের বিশেষ জজ শরিফ উদ্দীন আহমেদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ আকতার-উল-আলম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ আলী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী মো. ইছাহক, সাবেক সভাপতি মো. ইউসুফ আলী, মো. আব্দুল হালিম, মো. আব্দুল লতিফ। অনুষ্ঠানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী জজ, সহকারী জজ, জেলা আইনজীবী সমিতির সকল সদস্যসহ অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন।এসএস/আরআইপি