দেশজুড়ে

যেকোনো মূল্যে জঙ্গিবাদ-সন্ত্রাস দূর করতে হবে : নৌমন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, যেকোনো মূল্যেই দেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাস দূর করতে হবে। সঙ্গে সঙ্গে যারা নিরীহ মানুষের ওপর জুলুম নির্যাতন চালায়, মানুষকে পুড়িয়ে মারে, বাস-গাড়ি ভাঙচুর করে, রাস্তাঘাট অবরোধ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।

রোববার মাদারীপুর এম.এম. হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরিতে ১১১ সদস্য ও আন্তর্জাতিক যুদ্ধপরাধ গণবিচার আন্দোলন কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌমন্ত্রী।

শাজাহান খান বলেন, ২০১৪ সালে দেশে যখন গার্মেন্টস শিল্পে অচলাবস্থা সৃষ্টি হয় তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দায়িত্ব দেন শ্রমিক কর্মচারী ও পেশাজীবীদের নিয়ে কীভাবে আন্দোলন বন্ধ করা যায়। আমি দায়িত্ব পেয়েই ৫২টি শ্রমিক সংগঠনকে একত্রে করে কমিটি গঠন করলাম। বিভিন্ন পদক্ষেপের ফলে সেই আন্দোলন বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, আজ পর্যন্ত গার্মেন্টস শ্রমিকরা কোনো আন্দোলনে নামেনি। সেই ধারাবাহিকতায় ২০১৫ সালের ২০ জানুয়ারি ঢাকাতে গঠন করলাম শ্রমিক কর্মচারী, পেশাজীবী, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ। যা আজ মাদারীপুরে জেলা কমিটি গঠন করা হলো। এই কমিটিতে আপনারা যারা আছেন তা সকল শ্রেণির মানুষকে একত্রিত করবেন। এই কমিটি এখন দেশে নয় বিদেশেও গঠন করা হচ্ছে। আগামী মে মাসে লন্ডনে এই কমিটির উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। সারা বিশ্বে এই কমিটি গঠন করা হবে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকাসক্তসহ সকল অপশক্তিকে মোকাবেলা করার জন্য।

সভায় খন্দকার খায়রুন হাসান নিটুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সাবেক পৌর মেয়র নুরুল আলম বাবু চৌধুরী, সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাজাহান হাওলাদার, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার তসলিম আহম্মেদ প্রমুখ।

এ কে এম নাসিরুল হক/এমএএস/জেআইএম