মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসারে মো. জাহাঙ্গীর মোল্লা (৩৫) নামে এক মাছ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জাহাঙ্গীর মোল্লা ডাসার এলাকার খিলগ্রাম গ্রামের আলিম উদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্লা নিজ বাড়ি থেকে কাউকে কিছু না বলে একা বাহিরে যান। পরে সোমবার সকালে একই এলাকার কালাম মৃধার বাড়ির পাশের একটি গাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় স্থানীয় লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পান । এরপর ডাসার থানা পুলিশ খবর পেয়ে জাহাঙ্গীর মোল্লার মরদেহ উদ্ধার করে মাদারীপুর মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারের ডাসার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, খবর পেয়ে ব্যবসায়ী জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
এ কে এম নাসিরুল হক/আরএআর/পিআর