দেশজুড়ে

বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে কিশোরীকে গণধর্ষণ

মাদারীপুরের কালকিনিতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ১৪ বছরের এক কিশোরীকে  গণধর্ষণ করেছে তিন যুবক। এ ঘটনায় ধর্ষিতার পরিবার থানায় একটি মামলা দায়ের করেছে।

সোমবার ভোরে এ ঘটনায় রানা বেপারী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কাজীবাকাই এলাকার ভাউতলী গ্রামের এক কিশোরী মেয়ের সঙ্গে একই এলাকার জামাল বেপারীর ছেলে রানা বেপারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই সূত্র ধরে সম্প্রতি রানা বেপারী, তার সহযোগী রাসেল বেপারী ও আলামীন হাওলাদার মিলে ওই কিশোরীকে বেড়ানোর কথা বলে একই এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। পরে কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে লম্পট যুবকরা পালিয়ে যায়। এ ঘটনায় ওই কিশোরীর পরিবার বাদী হয়ে ডাসার থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ অভিযান চালিয়ে রানা বেপারীকে পালাতক অবস্থায় আটক করেন।

এ ব্যাপারে ডাসার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, ওই কিশোরীকে গণধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে।

এ কে এম নাসিরুল হক/আরএআর/আরআইপি