দেশজুড়ে

মাদারীপুরে শিক্ষকদের প্রতীকী অনশন

শিক্ষা জাতীয়করণসহ বিভিন্ন দাবি তুলে প্রতীকী অনশন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি মাদারীপুর জেলা শাখা। বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অনশন করা হয়।

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণের দাবিতে মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে সকাল ১১টায় এই প্রতীকী অনশন করেন শিক্ষকরা।

এ সময় তাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডারসহ রাজনৈতিক নেতারা। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল মন্নান, ফরিদপুর আঞ্চলিক সভাপতি হারুন অর রশিদ, জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান, শিক্ষক আকমল হোসেন পিলু প্রমুখ।

পরে বিকেল ৩টার দিকে তাদের পানি ও জুস খাইয়ে অনশন প্রত্যাহার করান জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান হাওলাদার ও সাবেক পৌর চেয়ারম্যান খলিলুর রহমান খান। বক্তরা আগামীতে এই দাবি পূরণ না করলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এ কে এম নাসিরুল হক/এএম/পিআর