দেশজুড়ে

অপারেশন ‘ঈগল হান্ট’ শুরু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর ত্রিমোহনি এলাকার জঙ্গি আস্তানায় ‘অপারেশন ঈগল হান্ট’ ফের শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে পূনরায় অপারেশন শুরু হয়। ওই এলাকা থেকে থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে।

এদিকে ওই এলাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি রয়েছে বলে জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম।

বুধবার বিকেল ৫টায় সোয়াটের একটি টিম পৌঁছে এবং সন্ধ্যা পৌনে ৭টার দিকে ‘অপারেশন ঈগল হান্ট’ শুরু করে। অপারেশনের সময় ওই আস্তানায় ৫টি বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এক পর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে অপারেশন স্থগিত করা হয়।

বর্তমানে এলাকাটি আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে এবং সেখান থেকে থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে

আব্দুল্লাহ/এফএ/পিআর