দেশজুড়ে

৫ ঘণ্টা পর মুক্ত হলেন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ৫ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অবশেষে মুক্ত হলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহেদুল হক ও উপাধ্যক্ষ প্রফেসর মো. মিজানুর রহমান। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তাদের অধ্যক্ষের কক্ষে অবরুদ্ধ করে রাখে ছাত্ররা। তাদের সঙ্গে আরও বেশ কয়েকজন শিক্ষকও অবরুদ্ধ ছিলেন। আগামী ৬ মে ছাত্রছাত্রীদের সঙ্গে বৈঠকের প্রতিশ্রুতি দিলে মুক্ত হন শিক্ষকরা। বিভিন্ন সূত্রে জানা যায়, ২০০২ সাল থেকে গাইবান্ধা সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে। নির্বাচনের দাবিতে ছাত্রছাত্রীরা গতবছরের অক্টোবর থেকে আন্দোলন শুরু করে। একপর্যায়ে তফসিল ঘোষণার দাবিতে ছাত্রছাত্রীরা গত ২৯ মার্চ সকাল থেকে রাত পর্যন্ত অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে।ওইদিন রাতেই গাইবান্ধা সদর থানার পুলিশ, ছাত্র নেতা ও কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনা হয়ে ২৯ এপ্রিল তফসিল ঘোষণার তারিখ নির্ধারিত হয়। কিন্তু গত ২৯ এপ্রিল তফশিল ঘোষণা না হওয়ায় তাদের বৃহস্পতিবার আবারও অবরুদ্ধ করে রাখে ছাত্ররা। অধ্যক্ষ প্রফেসর মো. জাহেদুল হক বলেন, পরীক্ষার কারণে নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হয়নি। আগামী ৬ মে ছাত্রছাত্রীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এএম