এবারের এসএসসি পরীক্ষায় জেলায় গাইবান্ধা আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজ শীর্ষস্থান লাভ করেছে। এই স্কুল থেকে মোট ১৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭০ জন, উত্তীর্ণ হয়েছে ১৭৩ জন এবং অকৃতকার্য হয়েছে দুইজন। পাসের হার ৯৮ দশমিক ৮৫ ভাগ।
ফলাফলে এগিয়ে থাকা জেলা শহরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে মোট ২২৭ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন। এখানে উত্তীর্ণ হয় ২২৪ জন এবং অকৃতকার্য হয় তিনজন। পাসের হার ৯৮ দশমিক ৬৭ ভাগ।
গাইবান্ধা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে মোট ২৪৮ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫২ জন, উত্তীর্ণ হয়েছে ২৪৪ জন এবং অকৃতকার্য হয়েছে চারজন। পাসের হার ৯৮ দশমিক ৩৮ ভাগ।
গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ১০০ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৯৯ জন। এখানে জিপিএ-৫ পেয়েছে চারজন এবং অকৃতকার্য হয়েছে একজন।
ভালো ফলাফল প্রসঙ্গে গাইবান্ধা আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের অধ্যক্ষ মাজহারউল মান্নান বলেন, শিক্ষকদের আন্তরিকতা, নিয়মিত পাঠদান, সুশৃঙ্খল পরিবেশ ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতির ওপর গুরুত্বারোপ করার কারণে এই ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।
এএম/আরআইপি