অবশেষে ১০ ঘণ্টা পর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই সড়ক থেকে ঝড়ে বিধ্বস্ত তেঁতুল গাছটি সরানো হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মঙ্গলবার বিকেল পৌনে ছয়টায় মুঠোফোনে জাগো নিউজকে বলেন, বিকেল সাড়ে ৫টায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে যানবাহন চলাচল শুরু হয়। গাছটি সড়ক থেকে সরাতে সকাল থেকেই গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশের ২২ জন সদস্য যৌথভাবে কাজ করেন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ওই সড়কের চাষকপাড়া এলাকায় একটি তেঁতুল গাছ রাস্তার উপড়ে পড়লে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এসময় ওই সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়েন। তেঁতুল গাছটি সরাতে পরে সকাল থেকে প্রায় ২২ জন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্য কাজ করেন।
এমএএস/পিআর