দেশজুড়ে

পঞ্চগড়ের ৩৬টি ছিটমহলে খুশির বন্যা

ভারতের মন্ত্রিসভায় সীমান্ত বিল অনুমোদন হওয়ায় পঞ্চগড়ের ভারতীয় বিভিন্ন ছিটমহলে উল্লাস করেছে ছিটমহলবাসী। মঙ্গলবার দুপুরে অনুমোদনের খবর পেয়ে তারা এই উল্লাস প্রকাশ করে। একে অপরকে মিষ্টি মুখ করান, আবেগে কান্নাও করেন কেউ কেউ।পঞ্চগড়ের দেবীগঞ্জ, বোদা এবং সদর উপজেলায় রয়েছে ছোটবড় ৩৬টি ভারতীয় ছিটমহল। নাগরিক সুবিধা বঞ্চিত এসব ছিটমহলের মানুষ মর্যাদার সাথে জীবন-যাপনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। অবশেষে এসব ছিটমহলে এখন খুশির বন্যা। সীমান্ত বিল ভারতের মন্ত্রিসভায় অনুমোদন হওয়ায় নতুন আশায় বুক বেধেছেন সেখানকার অধিবাসীরা। তাদের স্বপ্ন এখন তারা মানুষের মতো করে বাঁচতে পারবেন। তাদের শিশুরাও স্কুল-কলেজে যেতে পারবে। এলাকায় বিদ্যুৎ, সড়ক উন্নয়নসহ তারা দেশের অন্য নাগরিকদের মতো নানান সুবিধা ভোগ করতে পারবেন।পঞ্চগড় সদর উপজেলার ভারতীয় গারাতিশাল ছিটমহলের চেয়ারম্যান মো. মফিজার রহমান বলেন, ভারতের মন্ত্রিসভায় সীমান্ত বিল অনুমোদন আমাদের দীর্ঘদিনের শান্তিপূর্ণ আন্দোলনের ফসল। কাল পরশু হয়তো রাজ্যসভা এবং লোকসভায় বিলটি পাশ হবে। এজন্য জেলার ৩৬টি ভারতীয় ছিটমহলে উল্লাস করছে ছিটমহলের নাগরিকরা।বোদা উপজেলার ৬৯ নং ভারতীয় পুঠিমারি ছিটমহলের চেয়ারম্যান তছলিম উদ্দিন বলেন, এতোদিন আমরা মানুষ ছিলাম না। এখন একজন নাগরিক হয়ে জীবন-যাপন করতে পারবো। আমাদের এলাকায় স্কুল কলেজ হবে। আমাদের শিশুরাও লেখাপড়া করার সুযোগ পাবে। আমি উভয় দেশের সরকারকে ছিটমহলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।এমএএস/আরআই