ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে দুই জামায়াত কর্মীসহ ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। রোবরার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আয বাহার আলী শেখ জানান, ঝিনাইদহে নাশকতা প্রতিরোধ, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চলছে। এ অভিযানে ঝিনাইদহ সদর থেকে ১৬ জন, শৈলকুপা থেকে আটজন, মহেশপুর থেকে আটজন, কালীগঞ্জ থেকে দুইজন, হরিণাকুণ্ডু থেকে তিনজন ও কোটচাঁদপুর থেকে দুই জামায়াত কর্মীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারদের নামে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।
আহমেদ নাসিম আনসারী/আরএআর/এমএস