দেশজুড়ে

এমপি`র মেয়ের বিয়েতে পদদলিত হয়ে নিহত ১, আহত ২০

সংসদ সদস্যের মেয়ের বিয়েতে গিয়ে পদদলিত হয়ে মারা গেছেন একজন। এছাড়া আরো অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার ঘটনাটি ঘটেছে নরসিংদী-৩ (নরসিংদী- শিবপুর) আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার মেয়ের বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানে। শিবপুর উপজেলার বাজনাব আবুল ফায়েজ মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার দুপরে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফজলু মিয়া (৬০)। তার বাড়ি শিবপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামে। তিনি নিমন্ত্রিত অতিথি ছিলেন বলে জানা গেছে। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। জানা গেছে, নরসিংদী- শিবপুর আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার মেয়ের বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানে ১০ হাজারের বেশি আমন্ত্রিত অতিথি ওই স্কুল মাঠে উপস্থিত হয়। এ সময় ভীড়ে পদদলিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে। বিয়েতে আসা আমন্ত্রিত অতিথিরা জানান, এ খবর অনুষ্ঠানস্থলে ছড়িয়ে পড়লে অতিথিরা অনেকেই না খেয়ে চলে যান। অনুষ্ঠান উপলক্ষে শিবপুরের সব শিক্ষা প্রতিষ্ঠানে সেদিন ছুটিও ছিল। শিবপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।এসআরজে