ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার ভলাকূট ইউনিয়নের বালিখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বালিখোলা গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে মন্তু মিয়া (৫২), নাহিদ মিয়ার ছেলে শহিদ মিয়া (৩২) ও মৃত আবু মিয়ার ছেলে জিনু মিয়া (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বালিখোলা গ্রামের কয়েকজন স্থানীয় হাওরে মাছ ধরতে যান। এসময় প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হলে তারা হাওরের পার্শ্ববর্তী একটি ঘরে আশ্রয় নেন। এসময় ওই ঘরটির পাশে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ওই তিনজন মারা যান। এ ঘটনায় সিরাজ (৪৫) ও রেশম (৩০) নামে আহত দুই ব্যক্তিকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আজিজুল সঞ্চয়/এফএ/আরআইপি