দেশজুড়ে

বাজেট যুগোপযোগী, বাস্তবায়নযোগ্য

২০১৭-২০১৮ অর্থবছরের জন্য ঘোষণাকৃত প্রস্তাবিত বাজেটে ভ্যাটের হার কমিয়ে আওতা বাড়ানোর দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ী নেতারা।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে প্রস্তাবিত বাজেটের আলোকে জাগো নিউজকে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যবসায়ীরা এ দাবি জানান।

চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ঊর্ধ্বতন সহ-সভাপতি সুভাষ চন্দ্র পাল জাগো নিউজকে বলেন, প্রস্তাবিত বাজেট যুগোপযোগী এবং বাস্তাবায়নযোগ্য। দেশের অর্থনৈতিক অবস্থা আগের চাইতে এখন অনেক ভালো। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সারা পৃথিবীতে আমরা উন্নয়নের মডেল রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করছি। তবে নতুন আইনে যে ভ্যাট আরোপ করা হয়েছে তার হার কমিয়ে আওতা বাড়ানো যেতে পারে। শহরের পাশাপাশি গ্রামের করযোগ্য আয়ের সব মানুষকে করের আওতায় নিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, সরকারের সঙ্গে আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দের আলোচনা চলছে। ভ্যাটের হার যদি ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনা হয় তাহলে ব্যবসায়ীদের ওপর খুব বেশি চাপ পড়বে না।

আরেক ব্যবসায়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রেজওয়ানুল হক জাগো নিউজকে বলেন, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা এখন অনেক ভালো। প্রস্তাবিত বাজেট বিরাট আকারের হলেও এটির বাস্তবায়ন সম্ভব। তবে ভ্যাটের হার না কমালে ব্যবসায়ীদের ওপর চাপ বেড়ে যাবে। সরকারের বিভিন্ন খাত রয়েছে, এসব খাতের মাধ্যমে বাজেটে যে ঘাটতি রয়েছে সেটি পূরণ করা সম্ভব।

আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম