ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক বিধবাকে ধর্ষণের অভিযোগে বাছির মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ধর্মনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে অাটক করা হয়। অাটক বাছির ওই গ্রামের মৃত অাব্দুল ওহাবের ছেলে।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল সোমবার দিবাগত রাতে ধর্মনগর গ্রামের বিধবা ও এক সন্তানের এক জননীকে কৌশলে তার বাড়িতেই ধর্ষণ করে প্রতিবেশী বাছির। পরে মঙ্গলবার ওই নারী থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযুক্ত বাছিরকে আটক করে।
আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম