শেরপুরে নালিতাবাড়ী পৌরসভায় প্রায় সোয়া ৩২ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) পৌরসভার অস্থায়ী কার্যালয়ে প্যানেল মেয়র সুরনজিৎ সরকার বাবলু স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে ২০১৭-১৮ অর্থবছরের জন্য প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন।
দ্বিতীয় শ্রেণির এ পৌরসভার এবারের প্রস্তাবিত বাজেটে মোট আয় দেখানো হয়েছে ৩২ কোটি ১৭ লাখ ১৮ হাজার টাকা। তারমধ্যে রাজস্ব খাতে তিন কোটি ৩১ লাখ ১৫ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ২৮ কোটি ৮৬ লাখ তিন হাজার টাকা আয় ধরা হয়েছে। উন্নয়ন খাতে জলবায়ু ট্রাস্ট ফান্ড তহবিল থেকে ১০ কোটি টাকা, প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে ৫ কোটি টাকা, বিভিন্ন মন্ত্রণালয় থেকে ৫ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির এক কোটি টাকা পাওয়ার আশা করা হয়েছে।
এছাড়া বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৩২ কোটি ১৫ লাখ ৪১ হাজার টাকা। পৌরসভার নিজস্ব আয় বৃদ্ধির জন্য উন্নয়ন খাতের টাকায় পাঁচ কোটি টাকা ব্যয়ে দুটি মার্কেট নির্মাণ, সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নিজস্ব পৌরভবন নির্মাণ ও প্রায় কোটি টাকা ব্যয়ে শহীদ সার্জেন্ট আহাদ শিশু পার্ক নির্মাণের বরাদ্দ রাখা হয়েছে।
জলবায়ু ট্রাস্ট ফান্ডের ১০ কোটি টাকায় রাস্তাসহ ড্রেন নির্মাণ এবং শহর আলোকিত করতে সোলার প্যানেল ও বাতি লাগানোর পরিকল্পনা করা হয়েছে। উন্নয়ন খাতে ২৮ কোটি ৮৫ লাখ টাকা এবং রাজস্ব খাতে তিন কোটি ৩০ লাখ ৪১ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। বাজেটে এক লাখ ৭৭ হাজার টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রস্তাবিত বাজেটের ওপর সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ হাকাম হিরা, সামেদুল ইসলাম তালুকদার, পৌর সচিব মোবাশ্বেরুল মঞ্জির, পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম, নুপুর অধিকারী প্রমুখ।
এমআরএম/জেআইএম