দেশজুড়ে

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় সড়ক দুর্ঘটনায় কাজী জসিম নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩জন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাজী জসিম জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার গ্রামের কাজী খলিলুর রহমানের ছেলে এবং বুড়িচং উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ নেতা কাজী জসিম নিজে প্রাইভেটকার চালিয়ে বৃহস্পতিবার ঢাকা থেকে কুমিল্লায় ফিরছিলেন। পথিমধ্যে কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদ গেইটের সামনে আসামাত্র ঢাকাগামী কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং জসিম উদ্দিন ঘটনাস্থলে নিহত হন। এসময় তার ছেলে কাজী জামিল (১৩), নিকটাত্মীয় ফাজেল আহমেদ (৫৫) ও মাসুদ (৩২) গুরুতর আহত হন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় জামিল ও মাসুদকে ঢাকা মেট্রোপলিটন ও ফাজেলকে কুমিল্লা নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। ময়নামতি হাইওয়ে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজিম উদ্দিন জানান, দুপুর দেড়টার দিকে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।মো. কামাল উদ্দিন/এসএস/পিআর