দেশজুড়ে

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাগেরহাটের ফকিরহাটে বিদেশ থেকে আমদানিকৃত রিকন্ডিশন মাইক্রোবাসের সঙ্গে মুরগিবহনকারী পিকআপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে মংলা-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার কানারপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। সকালে ফকিরহাট পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। বিদেশ থেকে আমদানিকৃত রিকন্ডিশন মাইক্রোবাসটি মংলা থেকে সড়ক পথে ঢাকায় নিয়ে যাবার সময়ে ফকিরহাটের কানারপুকুর এলাকায় পেছন দিক থেকে মুরগিবহনকারী পিকআপকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। বাগেরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ফরাজী জাগো নিউজকে বলেন, ভোর রাতে ঢাকাগামী একটি মুরগিবাহী পিকআপ ভ্যানকে পেছন থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে পিকআপ ভ্যানের চালক ও মুরগির ব্যাপারী নিহত হন। তবে তিনি নিহতদের নাম পরিচয় জানাতে পারেননি।তিনি আরো জানান, পেছন থেকে ধাক্কা দেয়া মাইক্রোবাসটি বিদেশ থেকে আমদানি করা একটি রিকন্ডিশন গাড়ি। মংলা বন্দর থেকে গাড়িটি ঢাকার কোনো শোরুমে নেয়া হচ্ছিল। মাইক্রোবাসের চালকও আহত হয়ে কোথাও চিকিৎসা নিচ্ছেন বলে ধারনা তার।শওকত আলী বাবু/এমজেড/এমএস