বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামে দশম শ্রেণির এক ছাত্রীকে মামুন শেখ (২২) নামের এক যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সহযোগিতা করার অভিযোগে ওই যুবকের ছোট ভাই মিঠু শেখকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ওই ধর্ষণের ঘটনার পর ছাত্রীর বাবা শুক্রবার সকালে থানায় মামলা দায়ের করেছেন।এদিকে, পুলিশ ওই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য শুক্রবার সকাল সাড়ে ১০টায় বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে আদালতে ছাত্রীর জবানবন্দী গ্রহণ করা হবে বলে পুলিশ জানায়।এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কোচিং শেষে বাড়ি ফিরছিলেন ওই ছাত্রী। এ সময় একই গ্রামের সরোয়ার শেখের ছেলে মামুন শেখ ছাত্রীকে বাড়ির মধ্যে নিয়ে এসে ধর্ষণ করে। পরে রান্না ঘরে আটকে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।একই সঙ্গে ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে মামুনের ছোট ভাই মিঠু শেখকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ছাত্রীর অভিযোগ ধর্ষণ করার সময় মিঠু উচ্চস্বরে মিউজিক বাজিয়ে তার ভাইকে সহযোগিতা করে।বিএ/পিআর