গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মাহবুবুর রহমান ডিপটি (৪০) নামে এক পল্লি চিকিৎসককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার সঙ্গে থাকা সুজন মিয়া (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নে গাইবান্ধা-নাকাইহাট সড়কের মনোহরপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মাহাবুবুর রহমান গাইবান্ধা সদরের বলমঝাড় ইউনিয়নের টেংগরজার্নি গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। আহত সুজন সদরের রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া এলাকার বাসিন্দা।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মাহবুবুর রহমান ও সুজন মিয়া মোটরসাইকেলে (গাইবান্ধা-হ-১১-৫৬০৭) করে গাইবান্ধা থেকে নাকাইহাট যাচ্ছিলেন। তাদের পিছনে-পিছনে ৩টি মোটরসাইকেলে করে আসা ৫/৬জন দুর্বৃত্ত ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এসে মাহাবুবের ওপর গুলি চালায়। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন মাহাবুব। পরে তারা সুজনকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। আহত সুজনকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।অমিত দাশ/এসএস/আরআই