দেশজুড়ে

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীসহ ৩ জন নিহত

বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় মোনালিসা নামের এক কলেজ ছাত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ফকিরহাট চাররাস্তা মোড় সংলগ্ন ব্রিজের কাছে যাত্রীবাহী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোনালিসা ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। অপর নিহত পথচারীর নাম ওবায়দুল খলিফা (২৬)। তিনি চিতলমারী উপজেলার কলিগাতী গ্রামের  সাইদ খলিফার ছেলে। এদিকে গুরুতর আহত পান দোকানি নাসির খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১১টায় মারা গেছেন।ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জাগো নিউজকে জানান, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসী পরিবহন ফকিরহাটের চাররাস্তা মোড়ে পৌঁছে পেছন দিক থেকে বাইসাইকেল আরোহী পান দোকানি নাসিরকে (৪২) ধাক্কা দিলে আরোহী নাসির ছিটকে রাস্তার পাশের খাদে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার চলাচলকারী পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলেই চিতলমারীর ওবায়দুল নিহত ও ফকিরহাট মহিলা কলেজের ছাত্রী মোনালিসাসহ অপর ৪ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হলে ফকিরহাট মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী মোনালিসা মারা যান। তিনি খুলনার ডুমরিয়া গ্রামের হামিদ সরদারের মেয়ে। অপর আহত মোজাফ্ফর (২৬) মিজানকে (৪৫) ও ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে  আশঙ্কাজনক অবস্থায় ফকিরহাট থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সকাল পৌনে ১১টায়  নাসির মারা যান। নিহত নাসির উদ্দিন ফকিরহাট উপজেলার আট্রাকি গ্রামের নেছার উদ্দিনের ছেলে। পুলিশ যাত্রীবাহী রূপসী পরিবহনটি আটক করলেও চালক পালিয়ে গেছেন। শওকত আলী বাবু/এমজেড/এমএস