গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোহাম্মদ আলী জানান, বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হরিনহাটি এলাকার বাবুল মোল্লার মালিকানাধীন ফারজানা ভিলা নামের কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর ও ঘরে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে। তবে এতে কেউ আহত হয়নি।
তিনি বলেন, প্রথমে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আমিনুল ইসলাম/আরএআর/আইআই