গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৬৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এসময় দোকানের ম্যানেজার ও কর্মচারী আহত হন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে থানা সংলগ্ন গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কে এ ঘটনা ঘটে।আহতরা হলেন, শহরের গোলেজা সুপার মার্কেটের সিরামিক ব্যবসায়ী ‘বাণিজ্যালয়’এর স্বত্তাধিকারী কামাল উদ্দিন (৪৮), ম্যনেজার রিপন মিয়া (৩৬) ও কর্মচারী লিটন মিয়া (৩৫)। আহতদের মধ্যে কর্মচারী লিটনের অবস্থা আশঙ্কাজনক। ব্যবসায়ী কামাল উদ্দিন জাগো নিউজকে জানান, শুক্রবার তার প্রতিষ্ঠানে বাৎসরিক হালখাতা ছিল। রাতে দোকান বন্ধ করে হালখাতার ৬৫ লাখ টাকাসহ ম্যানেজার (ছোট ভাই) রিপন ও কর্মচারী লিটনকে সঙ্গে নিয়ে রিক্শায় করে শহরের ঝিলপাড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কে গোবিন্দগঞ্জ থানা সংলগ্ন এলাকায় ৬-৭ জনের একদল সশস্ত্র ছিনতাইকারী রিকশার গতিরোধ করে এলোপাথারি ছুরিকাঘাত করে দুটি ব্যাগে রাখা সম্পূর্ণ টাকা নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ হোসেন ফকু বলেন, ওই এলাকায় সাম্প্রতিককালে কয়েকটি ছিনতায়ের ঘটনা ঘটেছে। ওই সড়কে রাতে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের চলাচল এখন নিরাপত্তাহীন। গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপরাধীদের গ্রেফতারে পুলিশ ব্যাপক তৎপরতা চালাচ্ছে। অমিত দাশ/এসএস/এমএস