দেশজুড়ে

বাগেরহাটে মোটরসাইকেল আরোহীকে হত্যা করে গাড়ি ছিনতাই

বাগেরহাটের রামপালে জুলফিকার আলী সরদার (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহীকে রড দিয়ে পিটিয়ে হত্যা করে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার ভোর রাতে খুলনা-মংলা মহাসড়কের উপজেলার গুনাই ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী জুলফিকার আলী সরদার রামপাল উপজেলার সুলতানিয়া গ্রামের মৃত ইশার উদ্দিন সরদারের ছেলে। বাগেরহাট সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল মো. জাহিদুর রহমান জানান, শনিবার রাতের কোন এক সময়ে ওই মোটরসাইকেল আরোহী দ্বিগরাজ থেকে সড়ক পথে খুলনার দিকে আসছিলো। পথিমধ্যে ছিনতাইকারীরা রামপালের গুনাই ব্রিজের কাছে জুলফিকার আলীর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে মোটর সাইকেল ছিনিয়ে নেয়। রোববার সকালে রাস্তার পাশে নিহতের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ জানায়, লোহার রডের আঘাতে নিহতের মাথা ফেলে মগজ বেরিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।শওকত আলী বাবু/এসএস/এমএস