দেশজুড়ে

ছাত্রীকে রিকশা থেকে নামানোর দৃশ্য ভাইরাল

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে এক ছাত্রীকে জোর করে অটোরিকশা থেকে নামিয়ে নেয়ার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

বুধবার দুপুর থেকে ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওচিত্রে দেখা যায়, অটোরিকশায় বসে থাকা ওই ছাত্রীকে জোর করে নামিয়ে নিয়ে যায় এক যুবক।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার দুপুরে শহীদুল ইসলাম ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের এক ছাত্র তার ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি আপলোড দেন।

তবে ঘটনাটি কবের তা তিনি উল্লেখ করেননি। এরই মধ্যে ফেসবুকে পাঁচ শতাধিক শেয়ার ও প্রায় আট হাজারের মতো লাইক পড়েছে ওই ভিডিওটিতে। এ রিপোর্ট লেখা পর্যন্ত যুবক কিংবা ওই ছাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ ব্যাপারে পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, ছাত্রীকে জোর করে নামিয়ে নেয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার বিষয়টি তিনি জেনেছেন। ওই যুবক ও ছাত্রীর পরিচয় জানার জন্য কাজ করছে পুলিশ।

আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম