দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় সালাল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় সালাউদ্দিন সালালের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।  বুধবার দুপুর ১২টায় কান্দিপড়া এলাকাবাসীর ব্যানারে শহরের কান্দিপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।  মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।  পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানবন্ধনে সহস্রাধিক নারী-পুরুষ সালাউদ্দিন সালাল হত্যার বিচারের দাবিতে হাতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।কান্দিপাড়ার বিশিষ্টজন হুমায়ূন কবিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মাসুক মিয়া, ওয়ার্ড যুবলীগ সভাপতি জাফর মিয়া, আওয়ামী লীগ নেতা আইয়ূব আলী প্রমুখ।মানবন্ধনে বক্তারা বলেন, কান্দিপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী কাছন মিয়া ও ইয়াছিন পাঠান সালাউদ্দিন সালালকে কুপিয়ে হত্যা করেছে।  এ নিয়ে থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি।  তাই অবিলম্বে আসামিদেরকে গ্রেফতার করে ফাঁসি না দেয়া হলে আরো কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে বলে মানববন্ধন থেকে ঘোষণা দেয়া হয়।  পরে মানববন্ধন শেষে জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন বিক্ষুব্ধরা।উল্লেখ্য, পূর্ব শত্রুতার জের ধরে গত ৯ জুন দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কান্দিপাড়া এলাকার সাহেব আলীর ছেলে সালাউদ্দিন সালালকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন কাছান মিয়া ও তার সহযোগীরা।  এদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সালালের মৃত্যু হয়।আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস