সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে অভ্যন্তরীণ কোন্দলে বনদস্যু নুর হোসেন বাহিনীর প্রধান নুর হোসেন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় স্থানীয় জেলেরা তার মরদেহ লোকালয়ে নিয়ে আসে।
এর আগে বিকেলের দিকে সুন্দরবনের চুনকুড়ি এলাকায় নিজ বাহিনীর সঙ্গে অভ্যন্তরীণ কোন্দলে নিহত হন এই বনদস্যু বাহিনীর প্রধান।
নিহত নুর হোসেনের বাড়ির কলারোয়া উপজেলায় বলে জানিয়েছে পুলিশ। তার শ্বশুর বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে।
শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জাগো নিউজকে বলেন, অভ্যন্তরীণ কোন্দলে বনদস্যু নুর হোসেন নিহত হওয়ার বিষযটি শুনেছি। তার মরদেহ স্থানীয় জেলেরা হরিহরনগর বাজারে নিয়ে এসেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
আকরামুল ইসলাম/আরএআর/আইআই