সাতক্ষীরার ৮ থানায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে সাতক্ষীরা সদরের ২৭ জন, কলারোয়ার ৫ জন, তালা থানার ৫ জন, কালিগঞ্জ থানার তিনজন, শ্যামনগর থানার ৭ জন, আশাশুনি থানার ৪ জন, দেবহাটা থানার ৮ জন ও পাটকেলঘাটা থানার চারজন রয়েছেন।
জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
আকরামুল ইসলাম/এফএ/এমএস