নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় আলতাফ হোসেন নামে হাইওয়ে পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর একটার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলতাফ হোসেন পাবনার সাথিয়ার মৃত আবেদ আলীর ছেলে ও বনপাড়া হাইওয়ে থানার দায়িত্বরত কনস্টেবল। পুলিশ মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে গেছে। তবে ট্রাকের চালক ও ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মানিকপুর কলাবাগান এলাকায় দায়িত্বরত ছিলেন আলতাফ হোসেন। এ সময় নাটোর থেকে সিরাজগঞ্জগামী একটি মিনি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আলতাফ হোসেন মারা যান।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সৈকত হাসান ও বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত শামসুন নুর জানান, দুর্ঘটনা কবলিত স্থানে দায়িত্বরত অন্য পুলিশ সদস্যরা আলতাফ হোসেনের মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়।
রেজাউল করিম রেজা/এফএ/জেআইএম