সাতক্ষীরা জেলার ৮টি থানায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে সাতক্ষীরা সদরে ৩০ জন, কলারোয়া সাতজন, তালা থানায় ছয়জন, কালিগঞ্জ থানায় তিনজন, শ্যামনগর থানায় আটজন, আশাশুনি থানায় চারজন, দেবহাটা থানায় চারজন ও পাটকেলঘাটা থানা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
আকরামুল ইসলাম/এএম/জেআইএম