দেশজুড়ে

সুন্দরবনের দুই বনদস্যু আটক, অস্ত্র উদ্ধার

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ এলাকার মালঞ্চ নদী থেকে বনদস্যু নুর আলম বাহিনীর দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক বনদস্যুরা হলেন- সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামের মোবারক গাজীর ছেলে খায়রুল গাজী (২২) ও খুলনার পাইকগাছা উপজেলার রামনগর গ্রামের আবু বক্কার গাজীর ছেলে সেলিম গাজী (২৮)।

খুলনা র‌্যাব-৬ এর কমান্ডার লে. জাহিদুল কবীর জাগো নিউজকে বলেন, সুন্দরবনে দস্যু বাহিনীর বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবারও অভিযান পারিচালনা করা হয়। এ সময় বনদস্যু নুর আলম বাহিনীর দুই সদস্যকে দুটি দেশীয় পাইপগান ও তিন রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে। এছাড়াও ১৭ জেলেকে উদ্ধার করা করা হয়েছে।

আকরামুল ইসলাম/আরএআর/জেআইএম