দেশজুড়ে

কুষ্টিয়ায় রেললাইনের পাশে সেনা সদস্যের মরদেহ

কুষ্টিয়ার মিরপুরে রেললাইনের পাশ থেকে মানিক ইসলাম (২৪) নামে এক সেনা সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মিরপুর রেলস্টেশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত মানিক উপজেলার আমলা খামারপাড়া এলাকার আলমগীর হোসেন বাবুর ছেলে।

পোড়াদহ জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার জানান, মরদেহটি সেনাবাহিনীর সদস্য মানিকের। কী কারণে তার মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছে না।

আল-মামুন সাগর/আরএআর/এমএস