দেশজুড়ে

১৪৪ ধারা ভঙ্গ করে লক্ষ্মীপুরে যুবলীগের মিছিল

লক্ষ্মীপুরের কমলনগরে জেডিসি পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রের সামনে ঢাকঢোল পিটিয়ে মিছিল করে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে যুবলীগ। এ সময় ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা কেন্দ্র এলাকায় হর্ন বাজিয়ে মোটরসাইকেল পার্কিং ও উচ্চ শব্দে মাইক বাজানো হয়। এতে শিক্ষক, অভিভাবকসহ সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শনিবার গণিত পরীক্ষা চলাকালে উপজেলার তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়, কলেজ শাখা ও মডেল প্রাইমারি স্কুল কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।

স্থনীয় সূত্রে জানা গেছে, পরীক্ষা কেন্দ্রের সামনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়। যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। পূর্বনির্ধারিত এ আয়োজনে সকাল ১০টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা ছোট-ছোট মিছিল নিয়ে আসতে থাকে।

পরে বেলা ১১টার দিকে সব ইউনিটের মিছিল এক হয়ে ঢাকঢোল পিটিয়ে ও সানাই বাজিয়ে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি হাজিরহাট বাজার প্রদক্ষিণ করে ফের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা চলে দুপুর ১২টা পর্যন্ত। এ সময় নেতাকর্মীরা পরীক্ষা কেন্দ্র ঘেঁসে মাঠে মোটরসাইকেল পার্কিং করে। পরীক্ষা চলাকালীন ঢোকঢোলের শব্দ, সানাইয়ের সুর ও মোটরসাইকেলের হর্নের শব্দে পরীক্ষায় বিঘ্ন ঘটে।

পরীক্ষার্থীরা জানায়, পরীক্ষা চলাকালে মিছিল-মিটিং, ঢাকঢোল ও মোটরসাকেলের হর্নের উচ্চ শব্দে তাদের গণিত পরীক্ষায় বিঘ্ন ঘটেছে। এ সময় মনোযোগ নষ্ট হওয়ায় অনেকের পরীক্ষা খারাপ হয়েছে।

চর ফলকন সিদ্দিকিয়া দাখিল মাদরাসার জেডিসি পরীক্ষার্থী সুরমা, রেহানা ও মারজাহান জানান, পরীক্ষা চলাকালে এমন পরিস্থিতি তারা আশা করেনি।

কমলনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন বাপ্পি বলেন, পরীক্ষা আছে বিষয়টি মাথায় ছিল না। পরে জানতে পেরে অনুষ্ঠান সংক্ষিপ্ত করি। বাইরের মাইক বন্ধ রাখি।

কমলনগর পরীক্ষা কেন্দ্রের সহকারী সচিব মাওলানা মাকছুদুর হমান বলেন, বিষয়টি আমরা মাধ্যমিক কর্মকর্তাকে জানিয়েছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কাজল কায়েস/আরএআর/আরআইপি