দেশজুড়ে

রাস্তায় ফেলে যাওয়া বাবাকে ছেলেদের জিম্মায় দিলো পুলিশ

‘ছেলে হোটেলের মালিক, বৃদ্ধ বাবা রাস্তায়’ শিরোনামে সংবাদ প্রকাশের পর নাটোরের সিংড়া পৌর শহরের রাস্তায় পড়ে থাকা শতবর্ষী মনতাজ আলীর দায়িত্ব নিয়েছেন তার ছেলেরা।

বুধবার বিকেলে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় অসুস্থ বৃদ্ধের দায়িত্ব তার পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সিংড়া থানা পুলিশের ওসি মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম ও মানবাধিকার কর্মী সাইফুল ইসলাম প্রমুখ।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার রাতে শতবর্ষী ওই বৃদ্ধকে সিংড়া থানার গেটে ফেলে রেখে যায় তার পরিবারের লোকজন। পরে রাতেই স্থানীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের সহযোগিতায় অসুস্থ ওই বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির ব্যবস্থা করে সিংড়া থানা পুলিশ।

সিংড়া থানা পুলিশের ওসি মনিরুল ইসলাম ও এসআই আবদুল হান্নানের নেতৃত্বে বৃদ্ধের ওই পাঁচ ছেলে-মেয়ে ও স্ত্রীকে খুঁজে বের করে তাদের কাছে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়।

এএম/জেআইএম