পঞ্চগড়ে যাত্রীবাহী বাসের চাপায় হবিবর রহমান (৫৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কের এমআর কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হবিবর রহমান পেশায় একজন ওষুধ ব্যবসায়ী এবং একটি বেসরকারি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের পানপাড়া এলাকার হবিবর রহমান পঞ্চগড় শহরের রামেরডাংগা এলাকায় তার শ্বশুর বাড়িতে যান। সন্ধ্যার পর তিনি মোটরসাইকেল নিয়ে ইসলামবাগ হয়ে এমআর কলেজ মোড় দিয়ে শহরে ঢুকছিলেন। এ সময় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে পঞ্চগড় থেকে ছেড়ে যাওয়া তেঁতুলিয়াগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সফিকুল আলম/আরএআর/জেআইএম