দেশজুড়ে

নাটোরে ছাত্রলীগ-বিএনপির সংঘর্ষ, পুলিশের মামলা

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা সভাপতি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নাটোর শহরের বাড়িতে ছাত্রলীগের হামলা এবং পরবর্তীতে ছাত্রলীগ-বিএনপির সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন আহমেদ বাদী হয়ে অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন সরকার বলেন, সকালে মামলার এজাহার হাতে পেয়েছি। এখন ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেয়া হবে।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের আলাইপুর এলাকায় বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাসভবনে হামলা ও হাফরাস্তা এলাকায় ছাত্রলীগ-বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। এতে সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল ও এক পথচারী আনসার সদস্য সোহেল রানা গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় ওইদিন রাতেই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম বাদী হয়ে দুলুর স্ত্রী ছাবিনা ইয়াসমিন ছবিসহ ২৪ জন বিএনপি নেতাকর্মীকে অভিযুক্ত করে একটি এজাহার দাখিল করেন। কিন্তু পুলিশ মামলাটি রেকর্ড করেনি। পরে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে বুধবার সদর থানার উপ-পরিদর্শক হুমায়ুন আহমেদ বাদী হয়ে মামলা দায়ের করলেন।

রেজাউল করিম রেজা/আরএআর/এমএস