দেশজুড়ে

পোরশা সীমান্তে চোরাকারবারী আটক

নওগাঁর পোরশা সীমান্ত থেকে রুহুল আমিন (৩৫) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-১৬)।

সোমাবার ভোরে উপজেলার সীমান্তের কুড়লবীল এলাকা থেকে তাকে আটক করা হয়। রুহুল আমিন দুয়ারপাল গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

বিজিবি-১৬ হাঁপানিয়া ক্যাম্পের হাবিলদার শওকত আলী বলেন, সোমবার ভোরে সীমান্তের ২৩৩নং পিলারের বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তর থেকে তাকে আটক করা হয়। সে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। আটকের সময় তার কাছে ভারতীয় সিমসহ একটি মোবাইল ফোন ও একটি হাসুয়া উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পোরশা থানায় মামলা দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

আব্বাস আলী/এফএ/জেআইএম