নওগাঁয় ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা এক যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৬টার দিকে রানীনগর স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রতন (২৫) দিনাজপুরের পার্বতীপুরের নামাপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ছাদে কয়েকজন যাত্রী ছিল। সকাল ৬টার দিকে নওগাঁর রানীনগর স্টেশন পার হওয়ার সময় ট্রেনের ছাদে থাকা যাত্রী রতন মাথায় ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। নিহতের পরিবারে খবর দেয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
আব্বাস আলী/এফএ/আইআই