নওগাঁর বদলগাছী থেকে আসিফ ইকবাল (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলার চকগোবিনাথ গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক আসিফ ইকবাল উপজেলার দূর্গাপুর গ্রামের মনোমিয়ার ছেলে।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক বলেন, পুলিশ সুপার ইকবাল হোসেনের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সদস্যরা এ অভিযান পরিচালনা করে। এসময় চকগোবিনাথ গ্রামের একটি রাস্তা থেকে ৪০ পিস ইয়াবাসহ আসিফ ইকবালকে আটক করা হয়।
আব্বাস হোম/এফএ/আইআই