দেশজুড়ে

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২

নওগাঁয় পৃথক সড়ক ঘটনায় বৃদ্ধ ও প্রতিবন্ধীসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার বিকেলে নওগাঁ সদর উপজেলা ও জেলার ধামইরহাট উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার জগৎসিংহপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে শারীরিক প্রতিবন্ধী রাব্বী (২৪) এবং ধামইরহাট উপজেলার করাইডাঙ্গা গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে হবিবর রহমান নোবাই (৭০)।

নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বলেন, জগৎসিংহপুর গ্রামে বাড়ির পাশে প্রতিবন্ধী রাব্বী রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় মামলা হয়নি।

ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, হবিবর রহমান উপজেলার সাহাপুর মোড়ের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বিরপীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আব্বাস আলী/এএম/জেআইএম