দেশজুড়ে

তালায় অস্ত্রসহ ৫ শিবিরকর্মী গ্রেফতার

সাতক্ষীরার তালা উপজেলায় পাঁচ শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, পাঁচটি পেট্রোল বোমা, তিনটি ককটেল ও তিনটি জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- তালা উপজেলার দোহার গ্রামের মোসলেম সরদারের ছেলে ইনামুল সরদার, শাহজাতপুর গ্রামের শাহাজান খানের ছেলে হাবিবুর খান, শুভংকরকাটি গ্রামের রহিম শেখের ছেলে মহাসিন শেখ, শ্রীমন্তকাটি গ্রামের রাজ্জাক মোড়লের ছেলে সুজন মোড়ল ও উত্তর নলতা গ্রামের শেখ আসাদুজ্জামানের ছেলে আনোয়ার হোসেন সাগর।

বৃহস্পতিবার দুপুরে তালা থানা পুলিশের ওসি হাসান হাফিজুর রহমান জানান, তালা উপজেলার কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার পশ্চিম পাশের একটি টিন শেডের ঘরে শিবিরের গোপন বৈঠক চলছে- এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে সেখানে অভিযান চালায় পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবিরকর্মীরা বোমা নিক্ষেপ করে। এতে তালা থানার একজন এসআইসহ দুই এএসআই আহত হন।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, পাঁচটি পেট্রোল বোমা, তিনটি ককটেল ও তিনটি জিহাদি বইসহ পাঁচ শিবিরকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

আকরামুল ইসলাম/এএম/জেআইএম