দেশজুড়ে

পাবনায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার সন্ন্যাসীবাধা গ্রামে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন সরকার জানান, দুপুরে এলাকাবাসী সন্ন্যাসীবাধা গ্রামের রাস্তার পাশে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। তবে মরদেহটি দেখে এলাকাবাসী কেউ শনাক্ত করতে পারেনি।পুলিশ জানায়, নিহতের মাথায় ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর দাগ আছে। তার পরনে কালো রঙের জিন্সের প্যান্ট ও টি শার্ট ছিল। ওসি জানান, অন্য এলাকায় তাকে হত্যা করার পর মরদেহটি এখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।একে জামান/এসএস/আরআই