দেশজুড়ে

৪ দিন অনশনের পর বিয়ের পিঁড়িতে কলেজছাত্রী

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা চারদিন অনশন করে অবশেষে বিয়ের দাবি আদায় করেছে মাহমুদা আক্তার ময়না (১৭) নামে এক কলেজছাত্রী। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের কালীস্থান বাজার এলাকার ওবায়দুলের ছেলে ফারুকের সঙ্গে ওই কলেজছাত্রীর ৮ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়।

এর আগে রোববার (৪ মার্চ) ভোর থেকে প্রেমিক ফারুকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করে মাহমুদা আক্তার ময়না। সে একই এলাকার মোস্তফা কামালের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, লালমনিরহাট সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারুক তার প্রতিবেশী মাহমুদা আক্তার ময়নার সঙ্গে দীর্ঘ দিন ধরে প্রেম করে আসছিলেন। বিয়ের কথা বলে রোববার (৪ মার্চ) সন্ধ্যায় সবার অগোচরে ময়নাকে নিজের ঘরে ডেকে নেন ফারুক। ভোর রাতে ওই ঘরে দু’জনকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে ফারুককে বাড়ি থেকে সরিয়ে দেন তার স্বজনরা। একইসঙ্গে ময়নাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা করেন। কিন্তু বিয়ে ছাড়া ওই বাড়ি না ছাড়ার ঘোষণা দিয়ে অনশন শুরু করেন কলেজছাত্রী ময়না।

গত সোমবার দিনভর ময়নাকে বাড়ি থেকে সরানোর ব্যর্থ চেষ্টা চালান ফারুকের স্বজনরা। পরে একটি মহলের মাধ্যমে কিছু ক্ষতিপূরণ দিয়ে কলেজছাত্রীকে ঘর থেকে সরানোর অপচেষ্টা করলে সে আত্মহত্যার হুমকি দেয়।

এদিকে মেয়েকে বিয়ের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়েও বিয়ে না করায় ময়নার বাবা আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অবশেষে বৃহস্পতিবার রাতে পুলিশের হস্তক্ষেপে ফারুক নিজ বাড়িতে ফিরে ৮ লাখ টাকা দেনমোহরে প্রেমিকা ময়নাকে মুসলিম পারিবারিক আইনে বিয়ে করে অনশন ভাঙান।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বলেন, দুই পরিবারের সম্মতিক্রমে ফারুক-ময়নার বিয়ে সম্পন্ন হয়েছে।

রবিউল হাসান/আরএআর/পিআর