দেশজুড়ে

প্রিয়ক-প্রিয়ংময়ীর জানাজায় হাজারও মানুষের ঢল

নেপালের ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় নিহত আলোকচিত্রী এফ এইচ প্রিয়ক ও তার মেয়ে তামারা প্রিয়ংময়ীর জানাজা গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার মানুষের ঢল নামে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে গাজীপুরের শ্রীপুরের আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয়ে কলেজ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। এক সময় এই কলেজেই পড়াশোনা করেছিলেন প্রিয়ক।

এর আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ৮টার দিকে আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয়ে কলেজের শহীদ মিনারের পাদদেশে তাদের মরদেহ রাখা হয়। এসময় প্রিয়কের সহপাঠী, বন্ধু ও স্থানীয় জনগণ শ্রদ্ধা জানান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা আক্তার, উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) মো. সোহেল রানা মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

ঢাকা-ময়মনসিংহ সড়ক সংলগ্নে জয়িনা বাজারের পশ্চিম পাশের একটি খোলা মাঠে অপর জানাজা শেষে প্রিয়ক-প্রিয়ংময়ীকে তাদের বাড়ির সামনের বাগানে দাফন করা হবে।

 

আমিনুল ইসলাম/আরএ/জেআইএম