মাগুরার শ্রীপুর উপজেলার হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন আলী বিশ্বাসকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এক ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে তাকে পুলিশে দেয় হয়।
এছাড়া প্রধান শিক্ষক নওয়াবুল ইসলামের কাছে বিচার চেয়ে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষককে মঙ্গলবার সাময়িক বরখাস্থ করা হয়।
এ ঘটনায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী স্কুলটি পরিদর্শন করেছেন।
আরাফাত হোসেন/এফএ/পিআর