দেশজুড়ে

ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা

ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সিরাজগঞ্জের নলকা সেতুর পিলারের উপরের গার্ডারে ফাটল ও দেবে যাওয়ার কারণে সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার দুপুরে সড়ক ও জনপথ বিভাগের সেতু ডিজাইন বিশেষজ্ঞরা এ সেতুটির নিচের মাটি পরীক্ষা শেষে এ কথা জানিয়েছেন।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক ও হাটিকুমরুলের মধ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকায় ফুলজোড় নদীর উপর এ সেতুর অবস্থান।

সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম জহুরুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলে যখন সেতুর ফাটল আমার নজরে আসে তখন আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। ঢাকা থেকে তাৎক্ষণিক নির্দেশনার প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত ভিমে বালির বস্তা দিয়ে সাপোর্ট দেয়া হয়।

তিনি আরও জানান, শনিবার ঢাকা থেকে একটি সেতু ডিজাইন বিশেষজ্ঞদের টিম এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত ভিমে লোহার পাইপ অথবা নতুন করে একটি ভিম তৈরির কথা বলেছেন তারা। এছাড়া ওই ভিমের ওপর যেন কোনো চাপ না পড়ে এ জন্য ওই স্থান দিয়ে ভারী যানবাহন চলাচল করতে নিষেধ করেছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, ১৯৮৮ সালে ২১৭ মিটার দৈর্ঘ্য সেতুটি নির্মিত হয়। দীর্ঘদিন আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও এর উপর দিয়েই ভারী যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। ঢাকা থেকে উত্তর-দক্ষিণাঞ্চলের ২১ জেলার যানবাহন এ সেতুর উপর দিয়েই যাতায়াত করে থাকে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/আরআইপি