দেশজুড়ে

শিক্ষার্থীদের রণাঙ্গনের গল্প শোনালেন মুক্তিযোদ্ধারা

সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণা বাগবাটী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শুনালেন মুক্তিযোদ্ধারা। মানব সভ্যতার ইতিহাসের কলঙ্কিত দিন ২৫ মার্চের কথাগুলো মুক্তিযোদ্ধারা যখন বলছিলেন তখন তাদের চোখে পানি ছলছল করছিল। সেই দিনের কালরাতের কথা মনে পড়লেই তাদের গা শিউরে ওঠে বলে জানান মুক্তিযোদ্ধারা।

রোববার দুপুরে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের হরিণা বাগবাটি উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের ঘটনাবলি ও চূড়ান্ত বিজয় অর্জনে নিজেদের অভিজ্ঞতার কথা শিক্ষার্থীদের শোনালেন ৫ বীর মুক্তিযোদ্ধা।

এ সময় স্কুল ম্যানেজিং কমিটি ওই ৫ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজগঞ্জ জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ২ নং বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শুনান বীর মুক্তিযোদ্ধা গাজী মো. নুরুল হক, গাজী মো. আব্দুল কুদ্দুস সরকার, গাজী এস.এইচ রফিকুল ইসলাম ও গাজী আতাউর রহমান (ফারুক) প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ২ নং বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন মল্লিক, হরিণা বাগবাটি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. ফরিদুল ইসলাম, প্রধান শিক্ষক নুরুল ইসলাম বিএসসি, সিনিয়র শিক্ষক আ. ছালাম শেখ প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন- হরিণা বাগবাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক আ. রশিদ, শহিদুল ইসলাম বিএসসি, শিক্ষিকা মোছা. ফরিদা পারভীন, নার্গিস খাতুন, শিক্ষক মো. মোকাদ্দেস আলী, মো. আরিফুল ইসলাম, হাফিজুল ইসলাম, সবুজ হাসান, রেজাউল করিম, রফিকুল ইসলাম, বাবুল আকতার, ওয়ারেছ আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুল ওয়াহাব জোহরী ও মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/আরআইপি