নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুরে মালবাহী দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।
নিহত সাজ্জাদ হোসেন (২৩) মিনি ট্রাকের হেলপার ও যশোরের বিজয়নগরের আব্দুল হাকিমের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম সামসুন নূর জানান, শুক্রবার সকালে বড়াইগ্রামের মানিকপুরে যশোর থেকে ঢাকাগামী একটি মিনি ট্রাকের সঙ্গে নাটোরগামী একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিনি ট্রাকের হেলপার সাজ্জাদ নিহত হন ও দুই ট্রাকের আরো দুইজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘাতক ট্রাক দুইটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
রেজাউল করিম রেজা/এফএ/এমএস