দেশজুড়ে

মাইক্রোবাস চাপায় মাছ ব্যবসায়ী নিহত

নওগাঁর মান্দায় মাইক্রোবাস চাপায় জামাল হোসেন শেখ (৫৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার বিকেলে সাড়ে ৪টার দিকে উপজেলার ফেরিঘাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। জামাল হোসেন শেখ উপজেলার কয়াপাড়া কামারকুড়ি গ্রামের সভাব শেখের ছেলে।

স্থানীয়রা জানান, জামাল হোসেন বিকেলে ফেরিঘাট বাজারের রাস্তার দক্ষিণ পাশ থেকে পান কিনে উত্তর পার্শে নওগাঁ-রাজশাহী মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে পরনের লুঙ্গি চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এভাবে কিছুদূর যাওয়ার পর লুঙ্গিটি ছিড়ে গেলে তিনি পড়ে যান এবং নাক-মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্বাস আলী/আরএ/পিআর