সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার বিকেলে ঢাকা-রাজশাহী মহাসড়কের সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে দুই মোটর সাইকেল আরোহী বনপাড়ায় যাচ্ছিল। গোজা ব্রিজ এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা কোন যানবাহন তাদেরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ইউসুফ দেওয়ান রাজু/আরএ/জেআইএম